আপনি ইসলামিক রাষ্ট্রের নাগরিক হলে যে সুবিধা পাবেন, জানলে অবাক হবেন!! Boka Robot
BOKA ROBOT BOKA ROBOT
338 subscribers
79 views
0

 Published On Jul 25, 2021

আমাদের দেশ ইসলামিক হলে কি কি সুবিধা পেতাম, জানলে অবাক হবেন।

প্রিয় জ্ঞানারোহী দর্শক, একজন নাগরিকের অধিকার সাধারণত দু’ভাগে বিভক্ত। প্রথমটি হল নৈতিক অধিকার এবং দ্বিতীয়টি আইনগত অধিকার। নৈতিক অধিকার বলতে সে সমস্ত অধিকারকে বুঝায় যা সমাজের ন্যায়বোধ থেকে উদ্ভুত। যেমন- দুর্বলের সাহায্য লাভের অধিকার ইত্যাদি। পক্ষান্তরে, আইনগত অধিকার রাষ্ট্র কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত। এ অধিকার ভঙ্গকারীকে রাষ্ট্র শাস্তি দিতে পারে। তাই আমরা এ ভিডিওতে ইসলামী রাষ্ট্রের আইনগত অধিকার বা রাষ্ট্র জনগনকে কি কি সুবিধা দিয়ে থাকে তা নিয়ে আলোচনা শুরু করছি।

১.জীবনের নিরাপত্তা অধিকার
২) খাদ্য ও জীবিকার অধিকার
৩) গতিবিধির অধিকার
৪) ধর্ম চর্চার অধিকার
৫) বাক স্বাধীনতা বা মতামত প্রকাশের অধিকার
৬) বিনা অপরাধে শাস্তি না পাওয়ার অধিকার
৭) ইজ্জত সংরক্ষণের অধিকার
৮) শিক্ষা লাভের অধিকার
৯) রাজনৈতিক অধিকার
১০) আইনের শাসন ও ন্যায়বিচার লাভের অধিকার
১১) অর্থনৈতিক অধিকার

রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য
ইসলামী রাষ্ট্রের নাগরিক শুধুমাত্র অধিকারই ভোগ করে না, তাকে বেশ কিছু দায়ীত্ব ও কর্তব্য পালন করতে হয়। নাগরিকদের অধিকারের সাথে কর্তব্যও ওতপ্রোতভাবে জড়িত।
ক) রাষ্ট্রের আনুগত্য ও অনুসরণ
খ) রাষ্ট্রের কল্যাণ কামনা করা
গ) সার্বভৌমত্ব রক্ষায় সহযোগীতা করা ।
@Boka Robot

show more

Share/Embed