ইসলামী স্থাপত্য সৌন্দর্যের অনন্য প্রতীক আলী কাপু প্রাসাদ
YouTube Viewers YouTube Viewers
6.61K subscribers
65 views
0

 Published On Feb 19, 2024

সাফাভি আমলে নির্মিত ইরানি প্রাসাদ ইসলামী স্থাপত্য সৌন্দর্যের অনন্য প্রতীক আলী কাপু প্রাসাদ। ইস্পাহানে অবস্থিত নকশ-ই জাহান স্কয়ারের পশ্চিম পাশে এবং শেখ লুতফুল্লাহ মসজিদের বিপরীত দিকে অবস্থিত।

ভবনটি কয়েক ধাপে নির্মিত হয়। প্রাথমিক পর্যায়ে স্কয়ারের পশ্চিম দেয়ালের সঙ্গে মিলিয়ে দ্বিতল বিশিষ্ট একটি ‘গেটহাউজ’ (প্রবেশদ্বারে নির্মিত ভবন) নির্মাণ করা হয়। এটা হয় ১৫৯০-১৯৫০ খ্রিস্টাব্দে, যখন ময়দানের কাজ শুরু হয়েছিল। ১৬০২ থেকে ১৬০৪ খ্রিস্টাব্দ পর্যন্ত যখন ময়দানের আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়, তখন দ্বিতীয়ধাপে প্রাসাদের উচ্চতা দ্বিগুণ করা হয়।

show more

Share/Embed