মন ছোঁয়া সূরে তিলাওয়াত।সূরা আম্বিয়া - Surah Al-Anbiyaa | سورة الأنبياء‎‎ | Qari Shakir Qasmi
124,402 views
0

 Published On Jul 10, 2021

🎤 সূরা আম্বিয়া(سورة الأنبياء‎‎)/Surah_Al_Anbiya
🎤 ক্বারি শাকির কাশ্মী (Qari Shakir Qashmi)
🎤 বাংলা অনুবাদ কন্ঠে সৈয়দ ইসমত তোহা (Bangla voice Soyed Ismot toha)

#Al_Quran_Bangla_torjoma #Surah_Al_Anbiya #সূরা_আল_আম্বিয়া সূরা আল আম্বিয়া (আরবি: سورة الأنبياء‎‎ "নবীগণ") মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের একুশতম সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ১১২ টি। নামকরণ কোন বিশেষ আয়াত থেকে এ সূরার নামকরণ করা হয়নি। এই সূরায় যেহেতু অনেক নবীর কথা বর্ণনা করা হয়েছে তাই এর নাম রাখা হয়েছে “আল আম্বিয়া”। বিষয়বস্তু মুহাম্মাদ ও কুরাইশদের সাথে মধ্যে যে বিবাদ ছিল তা এখানে প্রতিফলিত হয়েছে। কুরাইশরা নবী করীম এর রেসালতের দাবী, আখেরাতে বিশ্বাস ও তওহীদের বিরুদ্ধে মনে যে অবিশ্বাস ও সন্দেহ করত তার বিরুদ্ধে জবাব দেয়া হয়েছে।এই সূরায়, তারা মুহাম্মদ কে যে ভয়প্রদর্শন করত তার বিরুদ্ধে ভয় এবং চরম শাস্তির কথা বলা হয়েছে। তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, যাকে তোমরা শত্রু মনে করছো তিনি তোমাদের জন্য রহমতস্বরূপ।

show more

Share/Embed